স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক চোরাচালান বন্ধ করতে ক্যাম্পের ভেতরে এবং বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে। রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে মাদক আসছে— এমন তথ্য সরকারের কাছেও আছে বলে জানান এ সময়।
রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মোবাইল ট্র্যাক করা হবে, যেন মোবাইল ব্যবহার করে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন হবে বলে আশা তার।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আসে। পরবর্তীতে মানবিক বিবেচনায় ক্যাম্পের মাধ্যমে তাদের আশ্রয় দেয় সরকার।
এমকে