সার পরিস্থিতি মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু

২৮ অগাস্ট ২০২২

সারা দেশে সার পরিস্থিতি মনিটরিংয়ের জন্য কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সরকার। রোববার (২৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  এ কক্ষ কাজ করবে। রোববার এব প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ কক্ষ খোলা থাকবে। সার বিষয়ক যে কোন প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপেও মেসেজ দেওয়া যাবে। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর হচ্ছে- কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান শেখ বদিউল আলম, ০১৭১৩৫৯৩৪৮৭, গবেষণা কর্মকর্তা মো. নূরুন্নবী ০১৭১৬৪৬২২৭৭, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (সার) আমিনুল ইসলাম, ০১৭২৪২৪৫৩৫৪ এবং অতিরিক্ত উপপরিচালক খন্দকার রাশেদ ইফতেখার ০১৮১৪ ৯৪৭০৫৪।

এমকে


মন্তব্য
জেলার খবর