ফায়ার সার্ভিসে ৭১১ জনের বড় নিয়োগ

২৯ অগাস্ট ২০২২

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৭১১ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের করা যাবে ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

 

 

১. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)

পদসংখ্যা: ৫৫০

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

 

২. পদের নাম: ড্রাইভার (অবিবাহিত)

পদসংখ্যা: ১৫০

যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) ও ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন। ভারী যান চালনায় বৈধ লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

 

৩. পদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

 

৪. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

 

৫. পদের নাম: স্পিডবোট ড্রাইভার

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

 

 

বয়সসীমা

২০২২ সালের ১ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

 

শর্ত

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে। অন্যথায় কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।


মন্তব্য
জেলার খবর