যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ ডাচ সেনা আহত

২৯ অগাস্ট ২০২২

বন্দুক যুদ্ধের বৃত্তে যেন আটকে আছে যুক্তরাষ্ট্র। নিয়মিত বিরতিতে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। এবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরের কেন্দ্রস্থলে হোটেলের বাইরে বন্দুক হামলার ঘটনা গটেছে।   এতে তিন ডাচ সেনা আহত হয়েছেন। শনিবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের একজনের অবস্থা গুরুতর ও বাকি দুইজনের অবস্থা স্থিতিশীল। তবে ইন্ডিয়ানা পুলিশ বলছে, দুইজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল-জাজিরার।

 

খবরে বলা হয়, ওই তিন ডাচ সেনা সদস্য একটি কমান্ডো কোরের অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রে যান। হামলার সময় হোটেলের সামনে অবসর সময় কাটাচ্ছিলেন তারা। প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ানায় অবস্থান করছেন তারা। আহতদের পরিবারকে অবগত করা হয়েছে।


মন্তব্য
জেলার খবর