প্রযোজনায় কারিনা

২৯ অগাস্ট ২০২২

নতুন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত কারিনা কপূর খান। পরিচালকের নাম তাতে স্পষ্ট দেখা যাচ্ছে— হনসল মেটা। কিন্তু ছবির নামের প্রথম আর শেষ অক্ষর ছাড়া বোঝার উপায় নেই। তার উপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। বাইরে দৃশ্যমান ‘দ্য’ ও ‘মার্ডার’।

 

 

শনিবার নেটমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন কারিনা। ভাগ করে নিয়েছেন তাঁর নতুন কাজের ঝলক। জানা যাচ্ছে, কারিনা নিজেই এ ছবির প্রযোজক। এ প্রথম প্রযোজনায় পা রাখছেন তিনি।

 

তবে কিছু দিন আগেই হনসল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে তার এক পাশে ছিলেন কারিনা, অন্য পাশে একতা কপূর। তার নীচে হনসল লিখেছিলেন, ‘দুই অসামান্য নারীর সাথে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি’।

 

শনিবার কারিনার শেয়ার করা ছবিতে সেই নতুন প্রকল্পের চিত্রনাট্যের খাতাই দেখা যাচ্ছে বলে অনুমান ভক্তদের।


মন্তব্য
জেলার খবর