সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাতে বুধবার ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা। এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাসকিন আহমেদ। জয়ের ভিত মূলত তিনিই গড়ে দিয়েছিলেন। ৩৫ রানের খরচায় নেন ৫টি উইকেট। পাশাপিাশি সিরিজ সেরার মুকুটও উঠেছে তার মাথায়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালকের প্রশ্নের জবাবে নিজের অনুভূতি জানান তাসকিন। সেইসঙ্গে কীভাবে এতটা বিধ্বংসী হয়ে উঠলেন সে রহস্যও জানালেন তিনি।
তাসকিন বলেন, ‘আমি খুব খুশি ও গর্বিত। কারণ, দক্ষিণ আফ্রিকায় প্রথম আমরা সিরিজ জিতলাম। এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হলাম। আসলে গত দেড় বছর ধরে আমি একই প্রসেস মেনে চলেছি। আজকেও সেটা নিয়ে একই রকম মানসিকতা নিয়ে এসেছি। আজকে ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে সফল হয়েছি। আশা করি, ভবিষ্যতেও ভালো করতে পারব।’
তিনি আরো বলেন, ‘আমার এখনো শিখতে হবে ফ্ল্যাট ও স্লো উইকেটে কীভাবে পাঁচ উইকেট নিতে হয়! এটাই আমার পরবর্তী লক্ষ্য!’