নিজের নগ্ন ছবি নিয়ে মুখ খুললেন কাজল

২৯ অগাস্ট ২০২২

কাজল আগারওয়াল। ২০১০-এ রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিঙ্ঘম’-এর দৌলতে তাকে চেনেন না এমন সিনেমা-প্রেমিক বিরল। এ পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। বিতর্ক যেন অভিনেতাদের পিছু ছাড়ে না।

 

২০১১ সালে একটি পত্রিকার জন্য নায়িকার অনাবৃত ফটোশ্যুট সৃষ্টি করে বিতর্কের। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে স্তন যুগল ঢেকেছিলেন নায়িকা। আর এ ছবি প্রকাশ্যে আসা মাত্রই তৈরি হয় বিতর্ক। তবে এ প্রসঙ্গে নায়িকার দাবি, তিনি ই ধরনের কোনো ফটোশ্যুট কখনও করেননি।

 

প্রায় এক যুগ আগেকার সেই বিতর্ক প্রসঙ্গে এবার মুখ খুললেন কাজল। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এ ধরনের ছবি কোনো দিন তুলিনি। আমার ছবিকে বিকৃত করেছে ওই পত্রিকা।”

 

পরে ওই পত্রিকার তরফ থেকে একটি পাল্টা বিবৃতিতে জানানো হয়, এ ধরনের কাজ তারা করতেই পারে না। তারা কখনও কারও ছবি বিকৃত করেনি।

 


মন্তব্য
জেলার খবর