জ্বালানির মূল্য সমন্বয়ের চিন্তা করছে সরকার

২৯ অগাস্ট ২০২২

দেশের বাজারে জ্বালানির মূল্য আরেকদফা সমন্বয় করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, দুয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিজেলের ওপর সব ধরণের আগাম কর প্রত্যাহার আর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোয় ডিজেলে আমদানি ব্যয় কমবে। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে দেশের বাজারে ডিজেল, অকটেনসহ সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধি করে সরকার। এ বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যসহ সব ক্ষেত্রে পড়ায় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তেলের সমন্বয় কিছুটা করা হবে। এজন্য যাচাই বাছাই চলছে। সরকার যেহেতু আমদানি শুল্ক কমিয়েছে সেটা হয়তো কিছুটা স্বস্তির সংবাদ। তিনি জানান, বিশ্ববাজারে কিন্তু আবার তেলের দাম বেড়েছে, প্রতি ব্যারেল ১৫০ মার্কিন ডলারে উঠেছে। তাই কতটুকু সমন্বয় করা যাবে, সেটা বলা যাচ্ছে না এখন। কারণ, এখানে ভর্তুকির একটা বড় অংশ যোগ হবে আবার। যখন প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৪ টাকা, তখন ভর্তুকি ছিল ৮ টাকার উপরে। এখন হয়তো সেটা আরও বাড়তে পারে। এসব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর