মৃত্যু নেই, শনাক্ত ২৪৩ করোনা রোগী

২৯ অগাস্ট ২০২২

আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায়ও দেশে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। শনাক্ত হয়েছে ২৪৩ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৬ জন। সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার শনাক্ত হয়েছিল ২১৭  জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৪।   ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ১৯১টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩২৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩৯৪টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪।

এমকে

 


মন্তব্য
জেলার খবর