মন্তব্য
মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে সোমবার (২৯ আগস্ট) ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি চিঠি দিয়ে এ প্রতিবাদ জানানো হয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, একটি নোট ভার্বালের (কূটনৈতিক চিঠি) মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
প্রসঙ্গত, চলতি মাসে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে দুইবার মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। দুইবারই প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
এমকে