সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ক্ষমতাসীন দল একবারও চিন্তা করছে না- তারা যে কাজটা শুরু করেছে, তাতে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। সোমবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সারা দেশের উপজেলা পর্যায়ে দলের ঘোষিত চলমান কর্মসূচিতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের হামলার ঘটনাও তুলে ধরার সময় এ কথা বলেন ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপির নেতা-কর্মীদের বাসা-বাড়িতে হামলা শুরু করেছে। বিভিন্ন সভা-সমাবেশে, দলীয় কার্যালয়ে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। সরকার ভীতসন্ত্রস্ত হয়ে দমননীতি চালিয়ে যেতে শুরু করেছে- যোগ করেন বিএনপি মহাসচিব।
এমকে