দেশের বাজারে সব ধরণের জ্বালানি তেলের (ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন) দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, পেট্রোল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা দরে বিক্রি হবে প্রতি লিটার। সোমবার রাত থেকেই এ দর কার্যকর হবে বলে জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করেনি জ্বালানি বিভাগ।
ডিজেলের ওপর সব ধরণের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় তেল আমদানির খরচ কমবে- এমন কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবারই বলেন, আবার জ্বালানি তেল সমন্বয়ের চিন্তা করছে সরকার। দু’একদিনে মধ্যেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড থেকে আগাম কর প্রত্যাহার ও আমদানি শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিনই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার। এর আগে গত ৫ আগস্ট রাতে হঠাৎ লিটার প্রতি ধরণ ভেদে ৩৪-৪৬ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয় জ্বালানি তেলের। এ বৃদ্ধির প্রভাব পড়ে বাজারে, বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। এ নিয়ে সব মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এমকে