মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরের নবাগত ইউএনও মোছা. মমতাজ মহল স্থানীয় বিদ্যালয়ে ঝটিকা অভিযান শুরু করেছেন। সোমবার (২৯ আগস্ট) ঐতিহ্যবাহী চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভু নাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পাঠদানের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন, বিদ্যালয়ের পরিবেশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষকদের দিক নির্দেশনা দেন। পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু উপস্থিত ছিলেন। এদিকে বিদ্যালয়ে তার আকস্মিক এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের একটা বড় অংশ। বিদ্যালয়গুলোতে এ অভিযান নিয়মিত ও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
এমকে