শনাক্ত ১৭২ করোনা রোগী

৩০ অগাস্ট ২০২২

আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায়ও দেশে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। শনাক্ত হয়েছে ১৭২ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬২ জন। মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ২৪৩  জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ০৮। ৪ হাজার ২১৬টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৪ হাজার ২১৫টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩২৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৬০৯টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪।

এমকে

 


মন্তব্য
জেলার খবর