বর্তমানের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে বিএনপির শাসনামলে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ২০০১-২০০৬ বিএনপি ক্ষমতায় থাকাকালে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার ও পানির জন্য হাহাকার ছিল। মানুষের কর্মসংস্থান ছিল না। এছাড়া ছিল জঙ্গিবাদ, সন্ত্রাস গ্রেনেড হামলা। কাজে ওইটাই শ্রীলংকা, ওখান থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে তার সরকার।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক স্মরণসভায় এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা।
বিএনপির শাসনামলের প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, সে সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিতে দেশের অর্থনীতি সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। তখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, এখন বাংলাদেশ শ্রীলংকা হবে কেন? বাংলাদেশ কোনোদিন শ্রীলংকা হবে না, হতে পারে না। কারণ আমরা কখনো ধার করে ঘি খাই না। বাংলাদেশ সব ঋণ সময় মতো পরিশোধ করছে। তিনি জানান, দেশে যে অর্থনৈতিক গতিশীলতা- সেটা যাতে অব্যাহত থাকে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে— সুপরিকল্পিতভাবেই সেই কাজ করছে তার সরকার।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী। আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সহসভাপতি সাদেক খান, আব্দুল কাদের খান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।
এমকে