আয় ও সঞ্চয় বিবেচনায় দেনমোহর নির্ধারণের আহবান

৩০ অগাস্ট ২০২২

দেশের মানুষের আয় ও সঞ্চয় বিবেচনা করে দেনমোহর নির্ধারণের জন্য নিকাহ রেজিষ্ট্রারদের (কাজী) প্রতি আহবান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানী ঢাকায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির এক  আলোচনা সভায় এ আহবান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। দেনমোহর নির্ধারণ ও বিয়ে নিবন্ধন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বর্তমানে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। তিনি জানান, ১৪-১৫ বছরের মেয়ের সুস্থ সন্তান হতে পারে না। তাই সবকিছু বিবেচনায় নিয়ে মেয়েদের বিয়ের বয়স ১৮ করা হয়েছে। মন্ত্রী আনিসুল হক ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিবন্ধন না করতে কাজীদের নির্দেশ দেন এ সময়। আয়োজক সংগঠনের সভাপতি কাজী মো. মামুনুর রশিদ সভায় সভাপতিত্ব করেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর