মন্তব্য
দেশের বাজারে ডিজেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন। বলেছেন, কত কমবে- সেটা এখনই বলা যাচ্ছে না। তবে ভাড়া কমবে। মঙ্গলবার (৩০ আগস্ট) গণমাধ্যমকে এ কথা বলেন।
সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, আগামীকাল (বুধবার) এ বিষয়ে একটা মিটিং হবে, সেখানে ঘোষণা দেওয়া হবে। সোমবার (২৯ আগস্ট) জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ। এরপর বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিআরটিএ গণপরিবহণের ভাড়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটা মেনে নেবেন তারা।
এমকে