নজরদারিতে আসছে ফিলিং স্টেশন

৩০ অগাস্ট ২০২২

জিপিএস ম্যাপিং সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে দেশের সব ফিলিং স্টেশনকে। এতে সরকারের তরফ থেকে মুহূর্তেই যে কোনও ফিলিং স্টেশনের অবস্থান, লেনদেন, মজুত এবং সেবার মানসহ সবকিছু অনলাইনে রিয়েল টাইম মনিটর করা সম্ভব হবে। মঙ্গলবার (৩০ আগস্ট) জ্বালানি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে।

জ্বালানি তেলের মনিটরিং করার বিষয়টি সরকারের তরফ থেকে অনেক দিন ধরেই  আলোচনায় ছিল। এ জন্য পেট্রোল পাম্পের একটি তালিকা ও জিপিএস লোকেশন করতে বিপিসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি সে তালিকা জ্বালানি বিভাগে জমা দিয়েছে বিপিসি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি তেলের ভেজাল রোধে ফিলিং স্টেশনের কার্যক্রমে তদারকি বাড়াতে হবে। জ্বালানি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে জিপিএস লোকেশনসহ ফিলিং স্টেশনগুলোর সার্বিক অবস্থা হালনাগাদের উদ্যোগ ভালো। বিপিসির ইআরপির ম্যাপে এটাকে সংযুক্ত করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। বৈঠকে মডেল ফিলিং স্টেশনের নকশা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে- যোগ করেন প্রতিমন্ত্রী।

সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবালসহ সংশ্লিষ্ট দফতর প্রধানরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দেশে মোট ফিলিং স্টেশনের সংখ্যা দুই হাজার ২৯৭টি।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর