রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু ২ সেপ্টেম্বর

৩০ অগাস্ট ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

‘ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে’ আগামী ২ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে পাবনার চাটমোহরে শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন স্থানের ৮টি দল অংশগ্রহণ করবে। নকআউট ভিত্তিতে তিন বছর ধরে এ টুর্ণামেন্টের আয়োজন করছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ। এক পত্রে এ তথ্য জানিয়েছেন আয়োজক সংগঠনটির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী মনজু।

পত্রের তথ্যে, স্থানীয় বালুচর খেলার মাঠে (চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ) সপ্তাহব্যাপী এ টুর্ণামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে সংসদীয় পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও  ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেনের। টুর্ণামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- চাটমোহরের মূলগ্রাম ফুটবল একাদশ, যশোরের অভয়নগর ফুটবল একাদশ, টাঙ্গাইল একাসপ্রেস, চাটমোহর নারিকেলপাড়া স্পোটিং ক্লাব, চাটমোহর প্রণব সাহা স্মৃতি ফুটবল একাদশ,বগুড়া জেলা ফুটবল একাদশ, রাজশাহী জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমি ও রাজবাড়ী ফুটবল একাদশ। ফাইনাল খেলার দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর, শুক্রবার।

এমকে


মন্তব্য
জেলার খবর