প্রথমবারের মতো শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে হংকং। এশিয়া কাপে প্রথম সাক্ষাতেই ভারতে হারাতে চায় হংকং। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল বলেন, ‘আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। হংকং দলটিকে নিয়ে আমাদের ধারণা খুবই কম। এ ফরম্যাটে আগে কখনও খেলা হয়নি। তবে আমরা সেরাটা খেলতে পারলে, জয় অসম্ভব নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হংকং। এ পর্যন্ত দু’বার ওয়ানডেতে দেখা হয়েছে দু’দলের। দু’বারই জয় পায় ভারত। দু’বারই এশিয়া কাপের মঞ্চে। ২০০৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপের চতুর্থ ম্যাচে হংকংকে ২৫৬ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। রান বিবেচনায় যা ছিল ভারতের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানের জয়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৭৪ রান করেছিলো ভারত। জবাবে ১১৮ রানে গুটিয়ে যায় হংকং।
২০১৮ সালের এশিয়া কাপে ফের দেখা হয় ভারত-হংকংয়ের। ঐ ম্যাচে মাত্র ২৬ রানে হারে হংকং। ভারতের ৭ উইকেটে ২৮৫ রানের জবাবে ৮ উইকেটে ২৫৯ রান করেছিলো হংকং।
টি-টোয়েন্টিতে ২০১৪ সালে অভিষেক হয় হংকংয়ের। এখন পর্যন্ত ৫২টি ম্যাচ খেলে ২১টিতে জয় ও ৩১টিতে হেরেছে তারা। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আফগানিস্তান-আয়ারল্যান্ডকে দু’বার করে, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে একবার করে হারিয়েছে হংকং।
ভারত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদিপ সিং, রবি বিষ্ণই, আবেশ খান, দীপক হুদা ও যুজবেন্দ্রা চাহাল।
হংকং স্কোয়াড:
নিজাকাত খান (অধিনায়ক), স্কট ম্যাককেইন (উইকেটরক্ষক), ইয়াসিন মর্তুজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, এহসান খান, আইয়ুশ শুকলা, জিশান আলী, মোহাম্মদ গাজানফার, হারুন আরশাদ।