কিলোমিটারে ৫ পয়সা কমলো বাস ভাড়া

৩১ অগাস্ট ২০২২

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে কিলোমিটার প্রতি দূরপাল্লার গণপরিবহনে  ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪৫ পয়সা বাস ভাড়া গুনতে হবে যাত্রীদের। তাছাড়া বাসের ক্ষেত্রে  ১০ টাকা আর মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ভাড়া। নতুন এ ভাড়া বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকেই কার্যকর হবে।

বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বাস মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে এ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কিনা তা দেখতে বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর