এক লাখ ৬০ হাজার টন সার কিনবে সরকার

৩১ অগাস্ট ২০২২

প্রাক্কলিত ১ হাজার ২৮৭ কোটি ৪৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে এমওপি (মিউরেট অব পটাশ) ও ইউরিয়া মিলে এক লাখ ৬০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুবাই ও সৌদি আরব থেকে কেনা হবে এ সার। বুধবার (৩১ আগস্ট) সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব জানান, কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফেকলো জেনারেল ট্রেডিং এলএলসি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টন এমওপি সার কেনা হবে। সরাসরি ক্রয় চুক্তির আওতায় এ সার ক্রয়ে ব্যয় ধরা হবে ৯৩১ কোটি ৪৯ লাখ টাকা। আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সৌদি আরবের এসআইআইজি অ্যাগ্রি নিউট্রিশন কোম্পানি থেকে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে। ষষ্ঠ লট হিসেবে এ সার ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকা। একইসঙ্গে বিসিআইসির মাধ্যমে এসআইআইজি অ্যাগ্রি নিউট্রিশন কোম্পানি থেকে  ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকায় সপ্তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর