আশা জাগছে পঁজিবাজারে

১৫ জানুয়ারী ২০২২

দেশের পুঁজিবাজারে গত বছরের শেষের কয়েক দিনে থাকা মন্দাভাব কেটে যাচ্ছে নতুন বছরে, বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ফলে ঘুরে দাঁড়িয়েছে। একটানা দুই সপ্তাহ ধরে ইতিবাচক ধারায় রয়েছে এ বাজার। বিশেষত ভালো মৌলভিত্তি ও বড় মূলধনি কোম্পানির শেয়ারের গুরুত্ব বাড়ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে, পুঁজিবাজার নিয়ে আশা জাগছে তাদের মাঝে ।

প্রাপ্ত তথ্য বলছে, নতুন বছরের প্রথম সপ্তাহের ঊর্ধ্বমুখী লেনদেনের  মতোই দ্বিতীয় সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই সপ্তাহে ২২ হাজার ৮০০ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। পাশাপাশাপাশি বেড়েছে তিন সূচকের সবগুলোর পয়েন্ট ও লেনদেনের পরিমাণ। একই ধরণের চিত্র ছিল আরেক পুঁজিবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।  যদিও পুঁজিবাজারে এখনও দুর্বলতা রয়েছে বলেই মনে করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এর পেছনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়হীনতাকে দায়ী করছেন তিনি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসই- এর মাল্টিপারপাস হলে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

ডিএসই- এর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে,  গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৬৫ কোটি টাকা। আগের সপ্তাহে বেড়েছিল ১৫ হাজার ৮৩৫ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছে ২৯ দশমিক ৭৮ পয়েন্ট, আগের সপ্তাহে বেড়েছিল ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট।  ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে বেড়েছে ২৯ দশমিক ৫৬ পয়েন্ট, আগের সপ্তাহে বেড়েছিল ৪১ দশমিক শূন্য ৩ পয়েন্ট । ডিএসই-৩০ সূচক গেল সপ্তাহে  বেড়েছে ১৩ দশমিক ২২ পয়েন্ট, আগের সপ্তাহে বেড়েছিল ৭০ দশমিক ৫০ পয়েন্ট। গত সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ টাকা, আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে  লেনদেন বেড়েছে ১ হাজার ৩৪৪ কোটি ২৯ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর