বক্স অফিসে অপ্রতিরোধ্য দ্য কাশ্মীর ফাইলস

২৪ মার্চ ২০২২

দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখনও পর্যন্ত ভারতজুড়ে মোট ১৯০.১০ কোটি রুপি ব্যবসা করেছে এ ছবি। ১২তম দিনে ১০.২৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমা বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবারের মধ্যে বক্স ২০০ কোটির ঘরে প্রবেশ করবে বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এ ছবি।

 

ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ বুধবার সকালে টুইটে জানিয়েছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ কিন্তু লম্বা দৌড়োচ্ছে। সপ্তাহের মাঝের দিনগুলোতেও আধিপত্য ধরে রেখেছে। ট্রেন্ডিংয়েও রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে বক্স অফিসে ২০০ কোটি পার করবে এ ছবি।

 

ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাদের কাশ্মীর থেকে উৎখাত হওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি। খবর হিন্দুস্তান টাইমসের।

 


মন্তব্য
জেলার খবর