মৃত্যু ২, শনাক্ত ২১৬

০১ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায়ও দেশে করোনা আক্রান্ত ২ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ২১৬ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৩ জন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার শনাক্ত হয়েছিল ২১৪ জন, মারা যায় একজন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৬। ৩ হাজার ৯৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৫টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১২ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৬ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪।

এমকে

 


মন্তব্য
জেলার খবর