ধর্মপাশায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

০১ সেপ্টেম্বর ২০২২

সাদ্দাম হোসেন, ধর্মপাশা:

সুনামগঞ্জের ধর্মপাশায় রাব্বী মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বীর বাড়ির পেছনের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। রাব্বী উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে, কিছুদিন আগে রাব্বী বাড়ি থেকে পালিয়ে গিয়ে একই গ্রামের ইজ্জত আলীর মেয়ে মোছা. ময়নাকে (১৮) বিয়ে করে। তারপর থেকে নববধূকেনিয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছিল। গত বুধবার সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এমকে

 


মন্তব্য
জেলার খবর