কিলোমিটারে ১৫ পয়সা কমলো নৌযানের ভাড়া

০১ সেপ্টেম্বর ২০২২

জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর পরে দেশে আভ্যান্তরীণ রুটে নৌযানের ভাড়া কমানো হয়েছে, প্রতি কিলোমিটারে ১৫ পয়সা। নতুন ভাড়া বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে  নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যাত্রীপ্রতি ভাড়া প্রতি ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য  ২ টাকা ৮৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য ২ টাকা ৪৫ পয়সা পুননির্ধারণ করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন  ৩০টাকা পুনর্র্নিধারণ করা হয়েছে। প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম কমানোর পরে বাসভাড়াও কমনো হয়েছে, প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা।

এমকে


মন্তব্য
জেলার খবর