কৃষির জন্য ডিজেলে ভর্তুকি দেওয়ার চিন্তা করছে সরকার

০১ সেপ্টেম্বর ২০২২

উৎপাদন খরচ যেন কমে- এ জন্য কৃষকদের সারের মতো ডিজেলেও ভর্তুকি দেওয়ার বিষয়টি সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম যদি না কমে, তাহলে ডিজেলেও আমাদের কিছু একটা করতে হবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খাদ্য নিরাপত্তায় ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এখন ডিজেলের দাম অনেক বেশি। বৃষ্টি না হলে বোরোর উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। সরকার গভীরভাবে বিষয়টি চিন্তা করছে। তিনি জানান, খাদ্যের জন্যে কারও উপর আমরা নির্ভরশীল হতে চাই না। খাদ্যের জন্যে যেন হাহাকার না হয়, সেজন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না- যোগ করেন মন্ত্রী আব্দুর রাজ্জাক।

মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, গত অর্থবছরে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়অ হয়েছে। কয়েকদিন আগে ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়ানো হয়েছে শুধু  মাত্র ইউরিয়ার ব্যবহার কমিয়ে আনার উদ্দেশ্যে।  তারপরও এখনো কেজিতে ৬০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর