মন্তব্য
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের নাগাদের মধ্যে রাখতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এর ফলে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে। প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ কথা জানান। এ সংক্রান্ত প্রশ্নটি করেন জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য মুজিবুল হক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর।
আরেক সংসদ সদস্য এবাদুল করিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ২০২১-২২ অর্থবছরে ২০৩টি দেশে পণ্য রফতানি করেছে। রফতানির পরিমাণ ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন ডলার, আমদানির পরিমাণ ৮২ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।
এমকে