রুশ সামরিক মহড়ায় ভারত, ক্ষুব্ধ আমেরিকা

০২ সেপ্টেম্বর ২০২২

রাশিয়ার সামরিক মহড়ায় ভারতের যোগ দেওয়া নিয়ে ক্ষুব্ধ ওয়াশিংটন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ভস্তক’ নামের ওই মহড়া। সেই মহড়ায় প্রতিনিধিত্ব করতে ভারতীয় বিমানবাহিনী বা নৌসেনা না পাঠালেও স্থলসেনা পাঠিয়েছে নয়াদিল্লি। ভারতের এমন পদক্ষেপে ক্ষুদ্ধ হয়েছে আমেরিকা।

 

 আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র কারিন জঁ পিয়ের এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেছেন, “কোনো দেশ যদি রাশিয়ার সাথে যৌথভাবে সামরিক মহড়া করে, তাহলে আমেরিকার যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। রাশিয়া এক তরফাভাবে ইউক্রেনের উপরে নৃশংস আক্রমণ চালিয়েছে।”

 

বিষয়টি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালযের মুখপাত্র অরিন্দম বাগচীর বলেছেন, “ভারত নিয়মিতভাবেই রাশিয়াসহ অন্য অনেক দেশের সাথে সামরিক মহড়া করে থাকে।”

 

কূটনৈতিক শিবিরের মতে, রাশিয়ার সঙ্গে অন্যান্য বারের সামরিক মহড়ার সাথে এবারের যথেষ্ট পার্থক্য রয়েছে। গত ছ’মাস ধরে ইউক্রেনের উপরে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। আমেরিকাসহ পশ্চিমের বিভিন্ন দেশ প্রকাশ্যেই সমালোচনা করছে রাশিয়ার। এ নিয়ে বার বার ভোট হচ্ছে যুক্তরাষ্ট্রে। আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ার উপরে, যাতে তাদের আয় কমে।


মন্তব্য
জেলার খবর