শাহরুখের বাড়িতে গনেশ পূজা

০২ সেপ্টেম্বর ২০২২

বছরের শুরুতে লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তার লাশের সামনে দাঁড়িয়ে মুসলিম রীতিতে প্রার্থনা করতে দেখা যায় শাহরুখ খানকে। সে নিয়ে নিন্দার ঝড় উঠেছিল দেশে। গণেশ চতুর্থীর দিনে ফের বিতর্ক উসকে দিলেন বলিউডের ‘বাদশা’। কটাক্ষের পরোয়া না করেই বাড়িতে গণেশ পুজা করলেন।

 

এ দিন বিভিন্ন হিন্দু তারকার গৃহে গণেশ প্রতিষ্ঠা এবং ধূমধাম পূজার ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকলেই। তবে বাধ সাধলেন শাহরুখ।

 

বুধবার গণেশ চতুর্থীর দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে নিজের বাড়ির ছবি পোস্ট করে শাহরুখ জানালেন, তিনি আর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য অর্থাৎ আব্রাম মিলেই সব জোগাড়যন্ত্র করেছেন। আরও জানালেন, আব্রামের উৎসাহেই পূজাটা হচ্ছে।

 

ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘গণপতিজি বাড়িতে এলেন। পরিবারের ছোট্ট সদস্য আর আমি মিলে সবটা করলাম। মিষ্টিগুলো দারুণ ছিল। কঠোর পরিশ্রমের পর একরাশ ভালোলাগা আমাদের পাথেয় হলো। কত কী শিখলাম! মনটা শান্তি পেল। ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে স্বপ্নগুলো বাঁচিয়ে তুলুন৷ সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা।’


মন্তব্য
জেলার খবর