মন্তব্য
অন্যরকম দৃশ্যে ধরা দিলেন অভিনেত্রী বিদ্যা বালান। সাদা বাথরোব পরে বসে আছেন খালি বাথটাবে। কখনও উচ্ছ্বসিত হাসিতে, কখনও বিস্ফারিত চোখে নজর কাড়লেন ‘শেরনি’। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র ‘আপকো কেয়া’ দৃশ্যের পুনর্নির্মাণ করেছেন এ অভিনেত্রী। সেই ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
‘অনুপমা’য় মূল চরিত্রে আছেন রূপালি গঙ্গোপাধ্যায়। তার সংলাপে ‘আপকো কেয়া’ (আপনার কী) ইদানীং বিপুল জনপ্রিয় হয়েছে। বিদ্যা সেই সংলাপের নিজস্ব সংস্করণ বানালেন বাথটাবে বসে।
রূপালির সংলাপে ঠোঁট মিলিয়ে বিদ্যাকে বলতে শোনা যায়, “আমি ঘুরি-ফিরি, নাচি বা গাই, একা বাইরে যাই বা কারও সাথে, যেখানে যাই, যখন যাই, আনন্দ করি বা কাঁদি— এতে আপনার কী?”