ক্যাটরিনার বোনের সাথে শাহরুখ পুত্রের রসায়ন

০২ সেপ্টেম্বর ২০২২

ভক্তরা পর্দায় শাহরুখ খান-ক্যাটরিনা কইফের রসায়ন দর্শকের বেশ পছন্দ করেন। কিন্তু পর্দার বাইরে এবার তাদের এক পারিবারিক সমীকরণও তৈরি হতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। সেই সম্পর্কের ঝলক মিলল মঙ্গলবার। শাহরুখ পুত্র আরিয়ান খান ও ক্যাটরিনার বোন ইসাবেল কইফকে দেখা গেল একসাথে। সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছেন তারা।

 

হিন্দি ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তারা। অভিনেতা কর্ণ ট্যাকার, আরিয়ান খান, ইসাবেল কইফসহ হাজির হয়েছিলেন অনেকেই। শ্রুতির জন্মদিনের অনুষ্ঠানে আরিয়ান ইসাবেলের একসাথে সময় কাটানোর মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে।

 

বোনের পথ অনুসরণ করে ইতোমধ্যেই বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পঞ্চোলীর সাথে জুটি বাধতে দেখা গিয়েছিল তাকে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশামদীদ’।


মন্তব্য
জেলার খবর