মন্তব্য
দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সামান্থা প্রভু। কেবল ভারত নয় অনলাইনের কল্যাণে বিশ্বের অসংখ্য সিনেমাপ্রেমী তার রূপে মুগ্ধ। ‘ও অন্তাভা’ গানের রেশ কাটতে না কাটতেই নতুন লুকে ধরা দিলেন সামান্থা। কপালে ক্ষত। নাকেও আঘাতের চিহ্ন। ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন নায়িকা। চুলের স্টাইলও চেনা ছকের বাইরে। এটি সামান্থার আগামী ছবি ‘যশোদা’র প্রথম লুক।
এভাবে অভিনেত্রীকে দেখে অভ্যস্ত নন কেউই। প্রথম লুক প্রকাশ্যে আসতে না আসতেই ছবির পরবর্তী পরিকল্পনার কথাও জানালেন নায়িকা। জানিয়ে দিলেন, ছবির প্রচার ঝলকের তারিখ। ৯ সেপ্টেম্বরে সামনে আসবে প্রথম ঝলক। সময় ঠিক রাত ৯টা ৪৯। এ নির্দিষ্ট সময়ের কি কোনো রহস্য আছে? তা যদিও এখনও জানা যায়নি।