খেলা চলাকালীন মাঠে গোপন সঙ্কেত লঙ্কান কোচের 

০২ সেপ্টেম্বর ২০২২

খেলা চলাকালীন সব দলের কোচরাই ক্রিকেটারদের নানারকম বার্তা পাঠান। বিশেষ করে, পানি পানের বিরতির সময়গুলোতে সেটাই হয়। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে দেখা গেল অন্য কাহিনী। শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউড শুধু পানি পানের বিরতির সময়ই বার্তা পাঠাননি বরং ম্যাচ চলাকালীন সময়ে গোপন সংকেতও পাঠিয়েছিলেন।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি চলাকালীন সময় ড্রেসিংরুমে পাশাপাশি বসে ছিলেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড ও দলের অ্যানালিস্ট।

ড্রেসিংরুমে একসঙ্গে বসে শুধু খেলাই দেখেনই তারা, ক্রিকেটারদের বার্তা পাঠিয়েছিলেন। যা ধরা পড়েছে ক্যামেরায়। ‘গোপন সংকেত’ গুলো ছিল অনেকটা কোডেড সিগন্যালের অনুরূপ। যার মানে শুধু লঙ্কান ক্রিকেটাররাই বুঝবেন। দুটি সংকেত ছিল এমন- ‘২ডি’ এবং ‘ডি৫’।

শ্রীলঙ্কান কোচের এভাবে সংকেত পাঠানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এতে কোনো সমস্যা দেখছেন না শ্রীলঙ্কার কোচ। কারণ অতীতেও এমনটা করেছিলেন তিনি।

বিষয়টি নিয়ে লঙ্কান কোচ সিলভারউড বলেন, 'আসলে এটা মহাকাশ বিজ্ঞান নয়। ব্যাটসম্যান স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কী করলে ভালো হয়, সেসব পরামর্শই দেওয়া হয়েছে। এখন অনেক দলই এসব করে। এটা শুধুমাত্র অধিনায়ককে জানানো যে, এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে সেটা অধিনায়ককে বলা হচ্ছে না। দলের পক্ষ থেকে শুধু একটু পরামর্শ দেওয়া আর কিছু না।'


মন্তব্য
জেলার খবর