ভক্তদের সরি বললেন সাকিব

০২ সেপ্টেম্বর ২০২২

দারুণ ব্যাটিংয়ে বড় লক্ষ্য দিয়েও প্রতিপক্ষকে ঠেকাতে পারল না বাংলাদেশ। নো বল, ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের খেসারত হিসেবে হারতে হলো শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। 

এমন হারের পর ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই সঙ্গে ভক্তদের এভাবেই পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন, 'যে কোনো জায়গায় আমরা (সফরে) যাই, সব জায়গায় এ ধরনের সমর্থন পাই। সমর্থকদের জন্য ‘সরি’ অনুভব করতেই হয়। আমাদের ভালো-মন্দ সবসময় যেভাবে তারা আমাদের সমর্থন জোগান… আশা করি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু উপহার দিতে।' 


মন্তব্য
জেলার খবর