হালকা থেকে অতিভারী বর্ষণ হতে পারে

০২ সেপ্টেম্বর ২০২২

পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হতে পারে মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণও। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ তথ্য আবহাওয়া অফিসের।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় থাকায় এ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে সাতক্ষীরা ও যশোরে,  ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে,২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর