যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একশ’ মিলিয়ন ডলারের প্রজেক্ট: আইজিপি

০২ সেপ্টেম্বর ২০২২

ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা একশ’ মিলিয়ন ডলারের প্রজেক্ট বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বলেছেন, এটা ষড়যন্ত্রকারীদের তিন বছরের ফসল, চারটি লবিং ফার্মকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি ফার্মকে ২৫ মিলিয়ন (ডলার) করে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে নিউ ইয়র্কের গুলশান ট্যারেসে এক নাগরিক সংবর্ধনায় বেনজীর আহমেদ এসব কথা বলেন। জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের পুলিশ প্রধান।

পুলিশ প্রধান জানান, যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে- তার সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই। যড়যন্ত্রকারীরা অবয়বে বাঙালি হলেও তারা প্রকৃত বাঙালি না, আর্টিফিসিয়াল বাঙালি। এরা দেশ ও দেশের নাগরিকদের বিরুদ্ধে ঐতিহাসিকভাবেই ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি জানান, কারা এ লবিং ফার্ম নিয়োগ করেছে, তা ওয়েবসাইটে লেখা রয়েছে। তারা আমেরিকান লোক না, এখানে বসবাসও করে না। পুলিশ প্রধান বলেন, আমাদের সঙ্গে আমেরিকানদের একটা শক্তিশালী সম্পর্ক রয়েছে। তাদের নাগরিকদের সঙ্গে আমাদের নাগরিকদের সম্পর্ক রয়েছে।

‌নিজেকে পশ্চিমা ভাবধারা ও মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ উল্লেখ করে আইজিপি বলেন, সেই মূল্যবোধটি হচ্ছে— গণতন্ত্রের, মানবিকতা ও মানবাধিকারের মূল্যবোধ। কিন্তু আমার বিরুদ্ধেই এটা হলো। যুক্তরাষ্ট্রে অনেকবার এসেছেন, সেখানে লেখাপড়া, চাকরিও করেছেন বলে জানান ড. বেনজীর আহমেদ।

এমকে


মন্তব্য
জেলার খবর