আগুনে দশ লক্ষাধিক টাকার ক্ষতি

২৪ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে আহাম্মদ আলী নামের বিদেশ ফেরত এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার আনুমানিক দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। বুধবার (২৩' মার্চ) দুপুর ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়। আহাম্মদ আলীর বাড়ি পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের (চকপাড়া), বিশু প্রামাণিকের ছেলে তিনি।

জানা গেছে, আহামদ আলী বাসায় ব্যবহারের পানির মোটর চালু করে পাইপ দিয়ে মহিষকে গোসল করিয়ে দিচ্ছিলেন। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘরে আগুন ছড়িয়ে পড়ে, ঘরে থাকা ১শ’ মণ পাট, নগদ দুই লাখ টাকাসহ পোশাক ও আসবাবপত্র  ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয় নারী মেম্বার জান্নাতুল সরকার চাম্পা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এম.এ জিন্নাহ/এমকে

 


মন্তব্য
জেলার খবর