তাইওয়ানকে ১১০ কোটি ডলারের অস্ত্রের অনুমোদন যুক্তরাষ্ট্রের

০৩ সেপ্টেম্বর ২০২২

তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য তা মার্কিন কংগ্রেসের পাঠানো হয়েছে।

তাইওয়ান ইস্যুতে আমেরিকার বিতর্কিত নানা পদক্ষেপের কারণে আমেরিকা ও চীনের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। এর মাঝে বিপুল পরিমাণ অর্থের এ অস্ত্রের চালান পাঠানোর প্রচেষ্টা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারনা করা হচ্ছে।

এ নিয়ে বর্তমান মার্কিন সরকার পঞ্চম দফা তাইওয়ানের কাছে অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে এবং এটি হচ্ছে সবচেয়ে বড় চালান। অস্ত্রের মধ্যে থাকবে এসআরপি সার্ভিলেন্স রাডার সিস্টেম, জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এছাড়া, এ অস্ত্র-চুক্তির আওতায় প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এ অস্ত্রের চালান খুবই গুরুত্বপূর্ণ। তাইওয়ান যে তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং নির্ভরযোগ্য সামরিক সক্ষমতা অর্জন করার চেষ্টা করছে, তার অংশ হিসেবে তাইপের কাছে এ সমস্ত অস্ত্র বিক্রি করা হচ্ছে।

এদিকে, চীন দ্রুত এ অস্ত্র চুক্তি বাতিলের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। আমেরিকায় চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙজু বলেছেন, অস্ত্র চুক্তি বাতিল না করলে বেইজিং এর জবাব দেবে। তিনি আরো বলেছেন, আমেরিকার এ অস্ত্র চুক্তির ফলে তাইওয়ানের কাছে স্বাধীনতার প্রশ্নে ভুল সংকেত যাবে।


মন্তব্য
জেলার খবর