বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে

০৩ সেপ্টেম্বর ২০২২

দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়  হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। শনিবারের (৩ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে, ১১৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে চুয়াডাঙায়, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর