আগস্টে সড়কে হতাহত ১৪৮০

০৩ সেপ্টেম্বর ২০২২

গেল আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন ১ হাজার ৪৮০ জন। এর মধ্যে  ৫১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৯ শিশু  ও ৬৪ জন নারী   আছে। দুর্ঘটনা ঘটেছে মোট ৪৫৮টি, বেশিরভাগই ঘটেছে মোটরসাইকেলে (মোট দুর্ঘটনার ৩৯.৯৫ শতাংশ)। শনিবার (৩ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৯ জন পথচারী,  যানবাহনের চালক ও তার সহকারী ৯৪ জন, মোটরসাইকেল চালক ও আরোহী ১৭২ জন, বাস যাত্রী ২১ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ৪৫ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-জীপ যাত্রী ২৯ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-হিউম্যান হলার) ১০১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম-ইটভাঙ্গার মেশিন গাড়ি) ২৩ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-প্যাডেল ভ্যান আরোহী ১৯ জন রয়েছে। বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে সকালে ( মোট দুর্ঘটনার ২৮.৮২ শতাংশ)।

এমকে


মন্তব্য
জেলার খবর