চাটমোহরে চোরের উৎপাত

০৩ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলায় ইদানিং চোরের উৎপাত দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় রাত পার করছেন এলাকাবাসী। সবশেষ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে বাঙ্গালা গ্রামে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর তথ্যমতে,বাড়ি চারটির কর্তা হচ্ছেন- আবদুল করিম, জহির উদ্দিন, মফিজ উদ্দিন (মফে) আর জামাল। তাদের বাড়িতে চুরির ধরণটা সিঁধেল। এলাকাবাসী বলছে, এ চার জনের বাড়ি থেকে নগদ টাকা, কাপড়, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।  এর  কয়েকদিন আগে বাঙ্গালা গ্রামের পাশ্ববর্তী গ্রাম আনকুটিয়ার দুই ব্যক্তির বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটে, আড়িংগাইল এবং জামালপুর গ্রামের দুই বাড়িতে চুরি হয়। পৌরসদরের খেয়াঘাট এলাকার আমজাদের ওয়ার্কশপ থেকে গ্রিল চুরি হয়। চোরের উৎপাত রোধে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

এমকে


মন্তব্য
জেলার খবর