ভারতের বিপক্ষে প্রতিশোধের মিশনে পাকিস্তান

০৪ সেপ্টেম্বর ২০২২

চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সে ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। সুপার ফোরে রোববার আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। পাকিস্তান গ্রুপ পর্বে হারের বদলা নিতে পারবে কিনা সেই এখন দেখার বিষয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় শুরু হবে।

 

গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিল পাকিস্তান। টস হেরে প্রথমে বোলিং করতে নেমে ভারত। ১২৮ রানের মধ্যে পাকিস্তানের ৯ উইকেটের পতন ঘটান ভারতের দুই পেসার ভুবেনশ্বর কুমার ও হার্ডিক পান্ডিয়া।

 

তবে শেষ ব্যাটার শাহনাওয়াজ দাহানির ৬ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে লড়াকু স্কোর পায় পাকিস্তান। সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে। ভুবেনশ্বর ৪ ও হার্ডিক নেন ৩ উইকেট।

 

১৪৮ রানের টার্গেটে শুরুটা খারাপই হয়েছিল ভারতের। শুরুর ধাক্কা সামলে উঠলেও রানের তোলার গতি ধীরলয়ে ছিলো টিম ইন্ডিয়ার। তাই শেষ দিকে আস্কিং রেট ১১ স্পর্শ করে ভারতের। এরপর ব্যাট হাতে ঝড় তুলেন হার্ডিক। ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

 

পাকিস্তানকে হারানোর পর হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে উঠে ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান।

 

পাকিস্তান স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।

 

ভারত স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুডা ও যুজবেন্দ্রা চাহাল।


মন্তব্য
জেলার খবর