মন্তব্য
কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার রোববার সকালে ইন্তকাল করেছেন। এদিন সকাল ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তড়িঘড়ি করে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার ভাগ্নে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তাকে আগামীকাল সোমবার বনানী কবরস্থানে দাফন করা হবে। সেখানে তিনি তার মায়ের কবরে শায়িত হবেন।
সোমবার সকাল ১১টায় এই গীতিকারের মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে; এরপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ রোববার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল।