দ্রব্যমূল্য এমনভাবে বেড়েছে, বেঁচে থাকা সম্ভব হচ্ছে না: ফখরুল

২৪ মার্চ ২০২২

দেশে দ্রব্যমূল্য ও ইনফ্লুয়েশন এমনভাবে বেড়েছে, তাতে মানুষের বেঁচে থাকা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলছেন, সরকার লুটপাট ও দুর্নীতি এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন দেশকে রক্ষা করতে হলে তাদের সরানো ছাড়া বিকল্প কিছু নেই। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ  সভার আয়োজন করে বিএনপি গঠিত চিকিৎসা ও সেবা কমিটি।

অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন,  দেশে দারিদ্র্যের হার দুই শতাংশ বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পদক- যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন, সেই পদক নিয়েও দুর্নীতি করেছে সরকার। আমির হামজা নামে একজনকে প্রথম পদক দিলেও পরে বাতিল করেছে। এর বাইরে এবার যাদের এ পদক দেওয়া হয়েছে,  তাদের বেশিরভাগই মন্ত্রীদের আত্মীয়-স্বজন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের সর্বনাশ করেছে। লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে, গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। ছয়শ’র বেশি মানুষকে গুম করেছে, সহস্র মানুষকে হত্যা করেছে। এ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সব পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল।

সভায় সভাপতিত্ব করেন চিকিৎসা ও সেবা কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক মহাসচিব অধ্যাপক আবদুস সালাম প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর