মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার সদর উপজেলায় ২ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর)) সকাল ৭ টার দিকে ইলিশা লঞ্চঘাটের পল্টুনের ওপর থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার পাটিখালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলম তালুকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, সে আন্তঃজেলা মাদক কারবারী।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককের ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে