মন্তব্য
বাংলাদেশ রাশিয়া থেকে না কিনলেও ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে রোববার (৪ সেপ্টেম্বর) এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আরও বলেন, তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা এ মুহূর্তে নেই সরকারের। জ্বালানি তেল প্রসঙ্গে আরও বলেন, ভারতের উত্তর-পূর্ব দিক থেকে একটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করা হয়েছে। জ্বালানি ক্ষেত্রে অনেক সহযোগিতা হতে পারে। আলোচনার পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫-৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে যাবেন ভারতে।
এমকে