প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের সময়ে বাংলাদেশ আর্থসামাজিক উন্নতিতে অনেক দূর এগিয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। দেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়াই তার সরকারের লক্ষ্য। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হল থেকে ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করতে পারবে বলে তার বক্তব্যে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন, একদিকে যোগাযোগ ব্যবস্থা; অপরদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড। সেদিকে লক্ষ্য রেখেই তার সরকার কাজ করে যাচ্ছে। আজকে তার সুফল দেশের মানুষ পাচ্ছেন।
মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, তার সরকার আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলছে। এগুলো যখন কার্যকর হবে, তখন দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
এমকে