দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নতুন প্রকল্প গ্রহণ করছে নির্বাচন কমিশন সচিবালয়। সচিবালয় যথাসময়ে এ মেশিন দিতে পারলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে, না হলে ৭০-৮০টি আসনে ইভিএমে ভোট হবে। রোববার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন অন্যান্য নির্বাচন কমিশনারের একজন মো. আলমগীর। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
এ নির্বাচন কমিশনার জানান, স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে আগে যেখানে ইভিএম ব্যবহার হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানে ইভিএম ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে। মোট আসনের মধ্যে সর্বোচ্চ ১৫০টি আসনে এ মেশিনে ভোটগ্রহণের সিদ্ধান্ত আছে। এ মূহুর্তে ৭০-৮০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা ইসির আছে। তবে কেবল অর্থ নয়, সবকিছু পেলেই সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার হবে। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে বলেও জানান মো. আলমগীর।
এমকে